আমি এখন কোথায় আছি ও সঠিক লোকেশন খুঁজে পাওয়ার পদ্ধতি

আমি এখন কোথায় আছি এই প্রশ্নটি সবার প্রথমে আসে যখন কেউ একটি অচেনা জায়গায় যাওয়ার জন্য রাস্তা খুঁজতে চান। আমাদের তথ্যপ্রযুক্তির এ যুগে সঠিক লোকেশন খুঁজে পাওয়ার পদ্ধতি খুবই সহজ হয়ে গিয়েছে।

আমি-এখন-কোথায়-আছি

তাই আজকে গুগোলের মাধ্যমে আমি এখন কোথায় আছি এ বিষয়ে কিভাবে জানতে পারবো এবং বিভিন্ন জায়গার রোড ম্যাপ বিষয়ক আমরা বিস্তারিত আলোচনা করব। কাউকে ঠিকানা দেওয়ার ক্ষেত্রেও লোকেশন ম্যাপ খুবই উপযোগী।

পেজ সূচিপত্রঃ আমি এখন কোথায় আছি

আমি এখন কোথায় আছি

আমি এখন কোথায় আছি তা গুগোলের মাধ্যমে আমরা সহজেই বের করতে পারি। কারণ প্রতিদিনই বিভিন্ন নতুন জায়গায় যাওয়ার জন্য লোকেশন সার্চ দেওয়া গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আর সব জায়গা যেহেতু আমরা চিনি না তাই সঠিক পথ বের করা জরুরী যা আমরা গুগোলের সাহায্যে বের করতে পারি।

অনেক আগে থেকেই মানুষ রাস্তা বের করার জন্য বিভিন্ন পন্থা আবিষ্কার করেছিলেন। প্রাচীনকালে মানুষ সূর্য দেখে বা রাস্তা একে সঠিক দিক নির্ধারণ করে রাখতেন। এরপর আসে মানচিত্রের ব্যবহার। রাস্তা আঁকানোর মাধ্যমে পরবর্তীতে পুরো পৃথিবীর মানচিত্র আঁকা সম্ভব হয়। যদিও প্রথমে মানচিত্র হাতে আঁকানো হয়েছিল এবং পরবর্তীতে মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পর তা সহজ হয়েছে। 

তবে আধুনিক ইন্টারনেটের যুগে মুদ্রিত মানচিত্র প্রয়োজন পড়ে না। এমনকি মানুষকে কষ্ট করে খুঁজে বের করতে হয় না তার নিজের অবস্থান বা কোথায় যাবে। কিছু না করেই সহজেই আপনি নিজের অবস্থান বের করে ফেলতে পারবেন। যা সম্ভব হচ্ছে একটি স্মার্টফোনের মাধ্যমে। আমরা সকলেই কমবেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি। 

এর সাহায্যে আমাদের জীবন খুবই সহজ হয়ে পড়েছে। আর প্রত্যেকটা স্মার্টফোন এ সঠিক লোকেশন বের করার বেশ কিছু ফিচার অটোমেটিকালি দেওয়া থাকে। আর এসব ফিচার ব্যবহার করে সঠিক লোকেশন জেনে নিতে পারবেন। লোকেশন বের করার জন্য বেশ কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। এর মধ্যে প্রথমেই রয়েছে স্মার্টফোন। 

যেকোনো ধরনের স্মার্টফোন, অ্যান্ড্রয়েড বা আইফোন হতে পারে। সব স্মার্ট ফোনেই জিপিএস সিস্টেম রয়েছে। এই জিপিএস সিস্টেমের মাধ্যমে বিশেষ ধরনের ব্যবস্থাপনার দ্বারা পৃথিবীর চারপাশে যে স্যাটেলাইটটি ঘুরছে তার সাথে কানেকটেড রয়েছে প্রত্যেকটি ফোন। এর মাধ্যমে আপনি আপনার অবস্থান সঠিকভাবেই নির্ণয় করতে পারবেন।

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেট কানেকশন। ওয়াইফাই বা মোবাইল ডাটার সাহায্যে আপনি আপনার লোকেশন খুজে বের করতে পারবেন। ইন্টারনেট ছাড়া আপনার গুগোল ম্যাপ ব্যবহার করা সম্ভব না। আর সর্বশেষ যে বিষয়টি দরকার তা হচ্ছে গুগোল ম্যাপ অ্যাপ। এই অ্যাপ সহজেই আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

গুগোল ম্যাপ সবচেয়ে উপযোগী একটি ফিচার লোকেশন কাভার করার জন্য। সব ফোনেই গুগোল ম্যাপ ইন্সটল করাই থাকে। তবুও যদি আপনি না পান তবে প্লে স্টোর থেকে সহজেই নামিয়ে নিতে পারবেন এবং অ্যাপটি ইন্সটল করে নিবেন। তাহলে আপনার ফোন যেকোনো স্থানে যেখানেই থাকেন না কেন সঠিক লোকেশন নির্ণয় করতে পারবেন।

প্রয়োজনে নোটিফিকেশন প্যানেলে লোকেশন অপশনটি অন করে রাখতে হবে। এছাড়া গুগল ম্যাপে আপনি বর্তমান অবস্থান এবং গন্তব্যস্থল সেট করে আপনি কই যাচ্ছেন সেটার সঠিক ডিরেকশন ট্র্যাকিং করার ব্যবস্থাও করে নিতে পারেন। এতে আপনার কাঙ্খিত স্থানে যাওয়ার জন্য কোন ধরনের ভুল ভ্রান্তি হবে না। 

হ্যালো গুগোল আমি এখন কোথায় আছি

আপনি এখন কোন এলাকায় আছেন সেটা গুগোলের মাধ্যমে আপনি অনেকভাবেই খবর নিতে পারবেন। শুধুমাত্র গুগোলকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার কাঙ্খিত লোকেশনটি গুগোল খুঁজে দেবে। এ কারণে আপনি গুগোল কে বলবেন হ্যালো গুগোল আমি এখন কোথায় আছি? এছাড়া গুগোল ম্যাপ এর মাধ্যমে এ সুযোগ পাবেন। 

কম্পিউটার বা ফোনের মাধ্যমে আপনি চেক করতে পারবেন আপনার এলাকার লোকেশন। লোকেশন দেখার জন্য ফোনের গুগোল লোকেশন ম্যাপ ওপেন করতে পারবেন অথবা গুগোলের সার্চবারে যাবেন গিয়ে মাই লোকেশন লিখে সার্চ দিবেন। সেখানে আপনি আপনার লোকেশন ম্যাপ সহ দেখতে পাবেন। এছাড়া আপনার পাশে আরও কি কি প্রতিষ্ঠান আছে বাকি কি জায়গা আছে উঠে আসবে। 

আপনি পৃথিবীতে যে এলাকাতেই থাকেন না কেন শুধু মাত্র আপনার ফোনটি অন করলেই আপনার লোকেশন পেয়ে যাবেন। শুধু মাথায় রাখবেন যে ফোনের লোকেশন অপশনটা যেন অন থাকে। এতে আপনি যেখানেই যাবেন ট্র্যাকিং অপশন অন হয়ে যাবে। আপনার কষ্ট করে গুগোলকে বারবার বলতে হবে না।

সঠিক লোকেশন খুঁজে পাওয়ার পদ্ধতি

আপনি কই আছেন তার সঠিক লোকেশন খুঁজে পাওয়ার পদ্ধতি জানা খুবই জরুরী। কারণ কোন অপরিচিত জায়গায় আসলে তা খুবই চিন্তার কারণ হতে পারে। এক্ষেত্রে সব সময় মাথার ভিতর ঘোরাফেরা করে এ জাগার রোড ম্যাপ লোকেশন কি। জায়গাটির নাম কি। এছাড়াও কোন জেলায় আছি বা কোন গ্রামে আছি।  

আমি এখন কোথায় আছি

এইসব সঠিক প্রশ্নের উত্তর জানার জন্য আমরা গুগোলের সাহায্য নিতে পারি। গুগোল আমাদেরকে আমাদের লোকেশন জানতে খুবই সাহায্য করে। এক্ষেত্রে গুগোলের বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এক এক ধরনের সুবিধায় একেক রকম উপকার পাওয়া যায়। আপনার পছন্দমত যে কোন ব্যবস্থায় গ্রহণ করতে পারবেন।  

এর মধ্যে প্রথমে যে উল্লেখযোগ্য উপায় রয়েছে তা হচ্ছে গুগোল ম্যাপ। গুগোল ম্যাপ এর মাধ্যমে আপনি সহজেই আপনার লোকেশন টি সার্চ না দিয়েই খুঁজে পাবেন। এটা সম্ভব হয় শুধুমাত্র ফোনের লোকেশন অপশন অন করে রাখলে এবং অবশ্যই আপনার জিমেইল একাউন্ট লগইন করে রাখবেন।

আপনার লোকেশন অন করে রাখার কারণে যেখানেই থাকুন না কেন গুগোল স্যাটেলাইটের মাধ্যমে আপনার জন্য যে কোন এলাকার ছবি বা রাস্তার লোকেশন আপনি দেখতে পারবেন। এছাড়া লোকেশন অন করে রাখলে আপনার ফোন ট্রাকিং করা সম্ভব। এতে ফোন হারিয়ে গেলেও খুঁজে পাওয়া যায়।এছাড়া গুগোল লেন্স এর মাধ্যমেও আপনার লোকেশন বের করে ফেলতে পারবেন।  

সেক্ষেত্রে আপনার ছবির প্রয়োজন। কোনো এলাকার ছবি তুলে আপনি যদি গুগোলে ইমেজ অপশনে প্রেস করে সার্চ দেন তবে ওই এলাকা কোথায় তা চলে আসবে। আবার মাঝে মাঝে টেকনিক্যাল কারণে ম্যাপ থেকে লোকেশন দেখা সম্ভব হয় না। সেক্ষেত্রে আরও একটি উপায় রয়েছে যার মাধ্যমে আপনি আপনার লোকেশন টা নির্ধারণ করতে পারবেন।  

তা হচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে লোকেশন দেখা। আপনি আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেও লোকেশন খুজে বের করতে পারবেন। এটি মূলত কাউকে আপনার লোকেশন টি শেয়ার করার জন্য খুবই কাজে লাগে। মূলত আপনার হোয়াটসঅ্যাপে কাউকে কোন ছবি বা ফাইল পাঠাতে হলে যে আইকনটিতে আপনি ক্লিক করবেন।

সেখানে আপনার লোকেশন নামে একটি অপশন পাবেন। প্রেস করলেই আপনাকে লোকেশন এক্সেস অ্যালাও করতে বলবে। আর আপনি যদি কন্টিনিউ ক্লিক করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে জায়গাটিতে আছেন তার লাইভ লোকেশনটা শো করবে এবং পরে এই লোকেশনটি আপনি শেয়ার করে দিতে পারবেন।

আমি এখন কোথায় আছি তার সঠিক লোকেশন

লোকেশন সার্চ করে কোথায় আছি বা কোথায় যাচ্ছি তা সহজেই খুঁজে পাওয়া যায়। যে স্থানে যেতে চান যদি তা নতুন একটি জায়গা হয় তবে তা গুগোল ম্যাপের সাহায্যে সহজেই বের করতে পারবেন। ম্যাপ সব সময় আপনাকে নতুন জায়গা খুঁজে বের করতে সাহায্য করবে। সেজন্য অবশ্যই সার্চ বারে গিয়ে জায়গাটির নাম লিখতে হবে। 

আপনি যদি কোন একটি জায়গায় থাকেন এবং সেই জায়গাটিকে আপনি চেনেন না। আর আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে জিজ্ঞাসা করছে কই আছেন। সেক্ষেত্রে আপনি সার্চ দিয়ে দেখে নিতে পারবেন আপনি কই আছেন কোন গ্রামে আছেন বা কোন লোকেশনে আছে। এসব জানার জন্য আপনি লোকেশন বার অন করবেন।  

এরপর গুগল ম্যাপটি দেখলেই সরাসরি আপনার লোকেশন দেখিয়ে দিবে। আলাদা করে সার্চ দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া নতুন জায়গায় যাওয়ার ক্ষেত্রে রাস্তা দেখিয়ে দেওয়ার কাজটাও গুগোল ম্যাপ খুব ভালোভাবে করে। গুগোল ম্যাপ রাস্তায় ডিরেকশন এর জন্য বিভিন্ন ধরনের অপশন দিয়ে থাকে। আপনার জন্য সুবিধা জনক দুই তিন ধরনের অপশন দেখাবে।   

আপনার সুবিধা হয় এমন অপশন দিয়ে যেতে পারবেন। এছাড়া ট্রাফিক এর বিষয়ও গুগোল ম্যাপ ভালোভাবে কন্ট্রোল করে। আপনার সময় বাঁচানোর জন্য মূলত এটি খুবই কার্যকর। 

গুগোল সার্চ করে আমার লোকেশন দেখুন

গুগোল ম্যাপ এর সাহায্যে আপনি এখন কোথায় আছেন এবং সার্চ করে আপনার লোকেশন খুজে বের করা সম্ভব। আর এ বিষয়টি আমরা আগে আলোচনা করেছি। কিন্তু সচরাচর যদি কোন ফোনে গুগোল ম্যাপ না থাকে। অথবা কম্পিউটারের মাধ্যমে যদি আমরা দেখতে চাই আমাদের লোকেশন টি তাহলে অবশ্যই গুগোল সার্চ করেই দেখতে হবে।  

সেক্ষেত্রে খুবই সহজভাবে আপনি সার্চ করতে পারেন। সার্চ বারের অপশনে আপনি চাইলে এখন কোথায় আছেন বা মাই লোকেশন অথবা আমার লোকেশন কোন জায়গায় আমি কোন গ্রামে আছি লিখে অন করলেই লোকেশনটি চলে আসবে। সে ক্ষেত্রে অবশ্যই আপনার ফোনের বা ব্রাউজারের লোকেশন অপশনটি অন রাখতে হবে।

আমি এখন কোথায় আছি ও সঠিক লোকেশন এর জন্য কিছু প্রশ্ন

প্রশ্নঃ আপনি কোথায় আছেন? কেউ যদি প্রশ্ন করে, সেক্ষেত্রে কি আমি গুগোল ম্যাপের সাহায্য নিতে পারি?

উত্তরঃ আপনার লোকেশন জানানোর জন্য আপনি কোথায় আছেন সেটা জানা জরুরী। সে কারণে আপনার গুগোল ম্যাপের সাহায্যে আপনি বর্তমান অবস্থান নির্ধারণ করে ফেলতে পারবেন। এমনকি আপনার বর্তমান অবস্থানের পিন পয়েন্ট ফেলে কাঙ্খিত ব্যক্তিকে শেয়ার করতে পারবেন।

প্রশ্নঃ গুগোল লোকেশন জানার জন্য কি সব সময় গুগোলে সার্চ দিতে হবে?

উত্তরঃ গুগোল লোকেশন জানার জন্য প্রয়োজনে গুগোল ম্যাপ নামিয়ে নিবেন। যা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করা সম্ভব।

প্রশ্নঃ গুগোল লোকেশন কি ফোন থেকেও খুঁজে বের করা যায়?

উত্তরঃ অবশ্যই গুগোল লোকেশন খুঁজে বের করার জন্য আপনি ফোনেই সার্চ দিয়ে দেখতে পারবেন।

প্রশ্নঃ গুগোল লোকেশন খোঁজার জন্য কি ইন্টারনেটের প্রয়োজন পড়ে?

উত্তরঃ হ্যাঁ গুগোল লোকেশন খুঁজতে হলে অবশ্যই নেট কানেকশন অন রাখতে হবে।

গুগোল ম্যাপ দেখার সঠিক নিয়ম

কোথায় আছেন বা কোথায় যাবেন এটা দেখার জন্য গুগোল ম্যাপ খুবই উপযুক্ত। তবে আমরা এ সম্পর্কে জানলেও এর সঠিক নিয়ম সম্পর্কে এখনো অবগত নই। গুগোল ম্যাপে শুধু কিন্তু বর্তমান লোকেশন দেখতে পাওয়া যায় না এর সাথে কিভাবে যাবেন তার ডিরেকশনও দিয়ে দেয়। এছাড়া ডিরেকশন এর বিভিন্ন ধরনের অপশন শেয়ার করে থাকে।   

গুগোল-ম্যাপ-দেখার-সঠিক-নিয়ম

তাছাড়া আপনি যদি কোন প্রতিষ্ঠান সার্চ করেন তবে সেই প্রতিষ্ঠানের লোকেশন সহ আপনার অবস্থান থেকে কিভাবে কিভাবে যাবেন সেই সব ধরনের রাস্তার বর্ণনাও আপনাকে দিয়ে দিবে। এমনকি ওই প্রতিষ্ঠানের পরিচয় ছবি আশেপাশের ছবি এছাড়া ইমেইল এড্রেস বা মোবাইল নাম্বার ও শেয়ার করা থাকে। 

প্রয়োজনে আপনি সেখান থেকেও সব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। মনে করুন আপনি ঢাকা মতিঝিলে রয়েছেন আপনি ঢাকা মেডিকেল কলেজ আসতে চান। সে ক্ষেত্রে আপনাকে প্রথমে গুগোল ম্যাপ অন করে সার্চ দিতে হবে ঢাকা মেডিকেল কলেজ লিখে এবং দেখতে পারবেন ঢাকা মেডিকেল কলেজের বিবরণ।  

এর যোগাযোগের ঠিকানা সহ আপনার ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে। এভাবে যে কোন লোকেশনই আপনি খুঁজেন না কেন খুব সহজেই আপনি তথ্যবহুল একটি ইনফর্মেশন পেয়ে যাবেন। 

গুগোল ম্যাপ এর ব্যবহার

আমি এখন কোথায় আছি এ বিষয়ে আমরা যখন আলোচনা করলাম এতক্ষণে আমরা বুঝতে পেরেছি যে গুগোলের সাহায্যে কত সহজে ম্যাপ দেখে যেকোনো জায়গায় ঘুরে বেড়ানো সম্ভব। গুগোল ম্যাপের ব্যবহার তাই বলে শেষ করা যাবে না। বর্তমান যুগে ম্যাপ প্রিন্টেড থাকেনা আমরা তা ফোনের মাধ্যমেই দেখে ফেলতে পারি।    

আর তাই এত সহজলভ্য হওয়ার কারণে যেকোনো ধরনের প্রয়োজনে আমরা ম্যাপের ব্যবহার করতে পারি। ম্যাপ এর ব্যবহার সম্পর্কে নিচে আরো কিছু উদাহরণ বর্ণনা করা হলো। 

  • সাধারণত জমির দলিল বা জরিপের জন্য অথবা কোন প্রজেক্ট এর কাজে সর্বপ্রথম ম্যাপ দিয়েই কাজ শুরু করতে হয়। ম্যাপের সাহায্যে আশেপাশের পরিবেশ দেখতে পাওয়ার সুযোগ রয়েছে। 
  • কোন ধরনের সমস্যা থাকলে ঘরে বসেই ম্যাপের সাহায্যে লোকেশনে যাওয়ার বা জমির সমস্যা সমাধান করা সম্ভব। 
  • গুগোল ম্যাপ অন করে আপনি আপনার লাইভ লোকেশন নির্ধারণ করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার ডেসটিনেশন ফিক্স করার মাধ্যমে সঠিক লোকেশনে যাচ্ছেন কিনা এবং সঠিক পথে আছে কিনা সেটা নির্দিষ্ট থাকে।  
  • গুগোল ম্যাপ শুধু ডিরেকশনই দেয় না সাথে কোন প্রতিষ্ঠান এর এড্রেস অন্যান্য তথ্য ইনফরমেশন হিসেবে দিয়ে থাকে। যার ফলে ঐ প্রতিষ্ঠানে যোগাযোগ করা সুবিধাজনক হয়।
  • এছাড়াও গুগোল ম্যাপ রাস্তা নির্ধারণ ও করে দেয় এবং সেই রাস্তার ট্রাফিক পরিস্থিতি কেমন সেটাও উল্লেখ করা থাকে। এতে করে সঠিক রাস্তা বেছে নিয়ে সময় বাঁচানো সম্ভব।

গুগল ম্যাপ এর সুবিধা

বর্তমানে আমার লোকেশন দেখার জন্য গুগোল ম্যাপ কতটা জরুরী তা আমরা আজকের আলোচনা থেকেই বুঝতে পেরেছি। এছাড়াও গুগোল ম্যাপের আরো বেশ কয়েক ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি। নিচে সেসব বিষয়ে আলোচনা করা হলো।
  • গুগোল ম্যাপের সাহায্যে যেকোনো রাস্তার ঠিকানা, সিটি লোকেশ্‌ জিপ কোড সহ আরো বেশ কয়েক ধরনের তথ্য খুঁজে বের করা যায়। তাই যে কোন ঠিকানা খোঁজার ক্ষেত্রে গুগল ম্যাপ খুব সহজে সার্ভিস দিয়ে থাকে।
  • গুগোল ম্যাপ এর মাধ্যমে দিকনির্দেশনা সহজেই পাওয়া যায়। কোন গন্তব্যস্থল নির্ধারণ করে তার জন্য ডিরেকশন খুঁজলে আপনার জন্য সব ধরনের অপশন দেখিয়ে দিবে। বড় রাস্তা ছোট রাস্তা অথবা কোন রাস্তায় যানজট বেশি সবই জানতে পারবেন।
  • আপনার এরিয়াতে যেখানে যাচ্ছেন সেখানে পার্কিংয়ের সুবিধা রয়েছে কিনা অথবা কোথায় কোথায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তা গুগল ম্যাপে দেখতে পাওয়া যায়। এতে করে আপনার প্রচুর সময় বেঁচে যাবে।
  • হোটেল বা রেস্টুরেন্ট অথবা হাসপাতালের পরিষেবা সহজেই পাবেন এই গুগোল ম্যাপের সাহায্যে।
  • কোন রাস্তা যদি বন্ধ থাকে অথবা রাস্তার কাজ যদি চলে এবং ট্রাফিকের সমস্যা থাকলে সেটাও গুগল ম্যাপের সাহায্যে দেখতে পাওয়া যায়।

আমি এখন কোথায় আছি এ বিষয়ে আরো কিছু প্রশ্ন 

প্রশ্নঃ আমি আমার গ্রামের পোস্ট কোড জানিনা সে ক্ষেত্রে সহজেই কি করে খুঁজে বের করতে পারি?

উত্তরঃ পোস্ট কোড জানতেও আপনি গুগোল সার্চ বারে পোস্ট অফিসের নাম লিখলেই দেখতে পারবেন।

প্রশ্নঃ গুগোল কি আমার গ্রামের নাম বের করে দিতে পারে?

উত্তরঃ হ্যাঁ গুগোলে যখন আপনি ম্যাপ দেখবেন তখন যদি আপনার ফোনের লোকেশন অন থাকে তাহলে আপনি যে জেলায় বা গ্রামে থাকেন না কেন তা ম্যাপে শো করবে।

প্রশ্নঃ গুগোল ম্যাপ ব্যবহারের কি আর কোন সুবিধা আছে?

উত্তরঃ গুগোল ম্যাপ ব্যবহারে আপনি যেমন লোকেশন খুঁজে বের করতে পারবেন তেমনি বিভিন্ন ধরনের সার্ভিস যেমন হসপিটাল, গ্রোসারি দোকান বা বাজার, হোটেল, মার্কেট, পার্ক, পর্যটন স্পট ইত্যাদি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি আপনার লোকেশনে দেখতে পারবেন। এছাড়াও রাস্তায় নেমেও রাস্তার ৩৬০° ভিউ আপনি পর্যবেক্ষণ করতে পারবেন।

আমি এখন কোথায় আছি ও সঠিক লোকেশন খুঁজে পাওয়ার পদ্ধতি বিষয়ক লেখকের মন্তব্য

আমি এখন কোথায় আছি এই বিষয়ে জানতে হলে আপনারা গুগোল লোকেশন থেকে সহজেই আপনাদের ঠিকানা এবং গন্তব্যস্থলে যাওয়ার জন্য পথ ঘাট বিষয়ক সমস্যার সমাধান আশা করি পেয়েছেন। রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমরা সবাই কমবেশি ঝামেলার সম্মুখীন হই। এসব ক্ষেত্রে  বন্ধুর মত পাশে দাঁড়ায় এই গুগোল ম্যাপ।

আধুনিক যুগে আমাদের চলাফেরার জন্য তথ্য প্রযুক্তি অনেক ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। এরমধ্যে অপরিচিত স্থান খুঁজে পাওয়া বা লোকেশনে না গিয়েও ঘরে বসেই যে আমরা যেকোনো জায়গায় ঘুরে আসতে পারি তা একমাত্র ইন্টারনেটের সাহায্যেই সম্ভব হয়েছে। তাই এর সঠিক ব্যবহার জেনে বিপদে কাজে লাগানোই সবচেয়ে উপযুক্ত। 2024112

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফোকাস আইটি ইনস্টিটিউট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url