উইন্ডোজ ও ম্যাকের বাহ্যিক হার্ডড্রাইভ এবং ফাইলে পাসওয়ার্ড সুরক্ষা
উইন্ডোজ এবং ম্যাক এর বাহ্যিক হার্ডড্রাইভ এর পাসওয়ার্ড সুরক্ষা বিষয়ে নিশ্চয়তার জন্য অনেকেই প্রশ্ন করে থাকেন। কারন আমরা প্রত্যেকেই আমাদের হার্ড ড্রাইভ ও ফাইলগুলো গুলো যেন নিরাপদে থাকে তার নিশ্চয়তা চাই।
উইন্ডোজ এবং ম্যাকের হার্ড ড্রাইভের পাসওয়ার্ড এর সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা এবং পাসওয়ার্ড কিভাবে রিকভার করা যায় এমনকি পুনরুদ্ধার বিষয়ক বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা হবে।
পেজ সূচিপত্রঃ উইন্ডোজ এবং ম্যাক এ বাহ্যিক হার্ডড্রাইভে পাসওয়ার্ড সুরক্ষা
- উইন্ডোজ এবং ম্যাক এ বাহ্যিক হার্ডড্রাইভে পাসওয়ার্ড সুরক্ষা
- উইন্ডোজ এ ফাইলের পাসওয়ার্ড সেট করার পদ্ধতি
- ফার্মওয়্যার পাসওয়ার্ড এর মাধ্যমে ম্যাকের সুরক্ষা
- উইন্ডোজ এ পাসওয়ার্ড ভুল হলে সতর্কতা
- উইন্ডোজ এবং ম্যাকের বাহ্যিক হার্ডড্রাইভে পাসওয়ার্ড সুরক্ষা বিষয়ে কিছু প্রশ্ন
- উইন্ডোজ এ পাসওয়ার্ড সেট এবং রিকভার সিস্টেম
- পাসওয়ার্ড সুরক্ষার জন্য গুগোল পাসওয়ার্ড ম্যানেজার
- হারিয়ে যাওয়া হার্ডড্রাইভ এর পুনরুদ্ধার
- উইন্ডোজ এবং ম্যাক এর বাহ্যিক হার্ডড্রাইভের পাসওয়ার্ড সুরক্ষা বিষয়ক আরো কিছু প্রশ্ন
- উইন্ডোজ এবং ম্যাক এর বাহ্যিক হার্ডড্রাইভ এর পাসওয়ার্ড সুরক্ষা নিয়ে লেখক এর মন্তব্য
উইন্ডোজ এবং ম্যাক এ বাহ্যিক হার্ডড্রাইভে পাসওয়ার্ড সুরক্ষা
উইন্ডোজ এবং ম্যাক এ বাহ্যিক হার্ড ড্রাইভের পাসওয়ার্ড সুরক্ষার ক্ষেত্রে আমাদের সচেতন থাকা জরুরী। আমাদের প্রত্যেকের কম্পিউটার এই টন পরিমান ফাইল রাখার ব্যবস্থা রয়েছে হার্ড ড্রাইভ গুলোতে। প্রয়োজনে অনেকেই সুরক্ষার ব্যাপারে সচেতন থাকেন। কিন্তু অনেকে মনে করেন যে সচেতনতার প্রয়োজন নেই।
তবে এটা বুঝতে হবে যে সুরক্ষা নিশ্চিত না করতে পারলে ওই হাইড্রাইভ টি থেকে যেকোনো কম্পিউটার থেকেই অ্যাক্সেস নিয়ে ফাইল ট্রান্সফার করা যায়। তাই এটি এনক্রিপ্ট করে সুরক্ষা নিশ্চিত করা সবচেয়ে জরুরী। হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করা থাকলে যে কেউ প্রবেশ করার আগে পাসওয়ার্ড চাইবে।
এ কারণে অবশ্যই কিভাবে পাসওয়ার্ড সেট করা যায় সেই বিষয়ে ধারণা থাকা জরুরী। এজন্যই কে আমরা উইন্ডোজ এবং ম্যাক এর বাহ্যিক হার্ড ড্রাইভ গুলোর এনক্রিপশন কি করে করব সে বিষয়ে জানতে পারবো। প্রথমেই আমরা ম্যাকে বাহ্যিক হার্ড ড্রাইভ এনক্রিপ্ট করার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব।
এই ধরনের পদ্ধতি গুলো ব্যবহার করার জন্য বাহ্যিক কোন সফটওয়্যার এর প্রয়োজন পড়ে না। তবে শুরু করার আগে অবশ্যই একটি শক্তিশালী পাসওয়ার্ড দিতে হবে। যেন কোন হ্যাকার পাসওয়ার্ডটি ভেঙ্গে আপনার ফোল্ডারের প্রবেশ করার সুযোগ না পায়। পাসওয়ার্ডটি অবশ্যই নোট করে রাখতে হবে যেন ড্রাইভ ওপেন করার সময় পাসওয়ার্ড বারবার ব্যবহার করতে পারেন।
প্রথম পদ্ধতি
প্রথমেই ফাইন্ডার উইন্ডো ওপেন করতে হবে। সেখানে এক্সটার্নাল ড্রাইভ খুঁজে বের করবেন। এরপর ড্রাইভ আইকনের ওপর রাইট ক্লিক করতে হবে। তাহলে সেখানে এনক্রিপ্ট অপশনটি পাবেন। পরবর্তীতে একটি ডায়লগ বক্স ওপেন হবে। ডায়লগ বক্সে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে বলা হবে। এর সাথে একটি হিন্ট ও অ্যাড করতে বলবে।
আপনার যদি পাসওয়ার্ডটি মনে থাকে তবে আপনি হিন্ট যে কোন কিছু দিয়ে রাখতে পারেন। এভাবেই আপনার হার্ড ড্রাইভটি এখন থেকে এনক্রিপটেড হয়ে যাবে। সাইজের উপর নির্ভর করে এনক্রিপ্ট হওয়ার সময় কম-বেশি হতে পারে। যদি আপনি একটি বড় ড্রাইভ এনক্রিপ্ট করতে চান তবে সারা রাতের জন্য প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে।
দ্বিতীয় পদ্ধতি
দ্বিতীয় পদ্ধতিটি শুরু করার আগে এটা জেনে রাখা জরুরী যে এই পদ্ধতিতে এনক্রিপ্ট করার সময় আগের সব ডাটা ডিলিট হয়ে যায়। এ কারণে এই টুলটি নতুন হার্ড ড্রাইভ এর জন্য উপযোগী। যখন সম্পূর্ণ ড্রাইভ টি এনক্রিপ্ট করা হয় না শুধুমাত্র তার কিছু অংশ এনক্রিপশন করতে প্রয়োজন পড়ে তখনই ডিক্স ইউটিলিটি টুলস ব্যবহার করা হয়।
প্রথমেই ডিক্স ইউটিলিটি টুল সার্চ দিতে হবে স্পটলাইটে। এরপর এক্সটার্নাল ড্রাইভ চার্জ দিতে হবে মাউসের বাম পাশের মেনুবারের সাহায্যে। তাহলে ইরেজ বাটন পাবেন যেখানে ক্লিক করতে হবে। এই প্রসেসের মাধ্যমে সেখানে কোন ডাটা থাকলে ডিলিট হয়ে যাবে। এখন ড্রাইভের একটি নাম সিলেক্ট করতে হবে এবং ফরমাল অপশনটি বেছে নিতে হবে।
নিচে ড্রপডাউন মেনুতে ম্যাক ওএস এক্সটেন্ডেড অপশনটি পাওয়া গেলে ক্লিক করুন। এরপরই আপনাকে পাসওয়ার্ড এবং হিন্ট বসাতে বলা হবে। তারপর চুজ বাটন ক্লিক করলে ফর্মেশন এবং ইনক্রিপশন কমপ্লিট হবে।
পাসওয়ার্ড প্রটেকশন এর জন্য ম্যাক এর মতো উইন্ডোজেও এনক্রিপ্ট হয় আর তাকে বিটলকার ড্রাইভ এনক্রিপশন বলা হয়। মনে রাখতে হবে যে এই ধরনের এনক্রিপশন শুধুমাত্র প্রো এবং এন্টারপ্রাইজ ভার্সনের ক্ষেত্রেই উইন্ডোজ এ কাজ করে। হোম ভার্সন উইন্ডোজের জন্য অবশ্যই থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে হবে এনক্রিপ্ট করার জন্য।
প্রথম পদ্ধতি
প্রথমেই বিট লকার ড্রাইভ এনক্রিপশন মেনুতে যেতে হবে। সহজ উপায় হচ্ছে পথপ্রথমে কন্ট্রোল প্যানেল তারপর সিস্টেম এন্ড সিকিউরিটি এবং সেখানে গিয়ে বিটলকার ড্রাইভ ইনক্রিপশন পেয়ে যাবেন। সাধারণত বিটলকার বন্ধ থাকে সব ধরনের ড্রাইভের জন্য। কিন্তু এনক্রিপ্ট করার জন্য এটা টার্ন অন করতে হবে। এরপর পাসওয়ার্ড তৈরি করার অপশন আসবে।
একটি ব্যাক আপ রিকভারি কি রাখতে হবে। এটা যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন তখন সাহায্য করবে। আপনি যে কোন জায়গায় সিলেক্ট করে রাখতে পারবেন। এর পরের অপশনটি হচ্ছে এনক্রিপ্ট প্রসেস শুরু করা। প্রসেস শুরু হয়ে গেলে আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে ইনক্রিট হওয়ার জন্য। ইনক্রিট হতে বিভিন্ন রকম সময় লাগে।
দ্বিতীয় পদ্ধতি
বিভিন্ন রকম থার্ড পার্টি এনক্রিপশন সফটওয়্যার পাওয়া যায়। যেকোনো একটা ব্যবহার করে এনক্রিপ্ট করা সম্ভব। বিভিন্ন ধরনের সফটওয়্যার এর মধ্যে আজকে আমরা যেই সফটওয়্যার সম্পর্কে আলোচনা করব তার নাম ভেরাক্রিট। এটা খুবই ব্যবহৃত এবং মার্কেটে ফ্রি পাওয়া যায়। এর জন্য প্রথমেই এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে।
ইনস্টল হয়ে গেলে প্রোগ্রামটি ওপেন করবেন এবং হার্ড ড্রাইভ এর সাথে এডজাস্ট করে দিবেন। এবার ক্রিয়েট ভলিউম নামে অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর মিডল অপশনটি চুজ করতে হবে। এরপর নতুন একটি অপশন আসবে স্ট্যান্ডার্ড ভেরা ক্রিপ্ট ভলুম। সেটি ক্লিক করে নেক্সট অপশানে যেতে হবে। এর পরের পেজে সিলেক্ট ড্রাই অপশন আসবে।
যেখানে শেষ যে ডিস্ক নেম টি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। শেষ পেজে দুটি অপশন থাকবে। প্রথমটিতে এনক্রিপ্ট করার সময় ফাইলগুলো ফরমেটেট হয়ে যাবে এবং দ্বিতীয় অপশনে ফাইলগুলো সেভ থাকবে। আপনার পছন্দমত একটি অপশন চুজ করে নিবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন।
আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন এনক্রিপ্ট করা কমপ্লিট করে ফেলবেন তখন এটি আপনি শুধুমাত্র ভেরা ক্রিপ্ট সফটওয়্যার এর মাধ্যমেই পরবর্তীতে দেখতে পারবেন। এই প্রসেসের ডিক্রিপ্ট করার পদ্ধতি একটু আলাদা। এক্ষেত্রে শুরুতে সফটওয়্যার টি ওপেন করতে হবে। যেকোনো একটি ড্রাইভ সিলেক্ট করতে হবে এবং ক্লিক করে সিলেক্ট ড্রাইভ অপশনে যেতে হবে।
এরপর মাউন্ট বাটনটি ক্লিক করতে হবে। তাহলে পরবর্তীতে পাসওয়ার্ড অপশনটি চলে আসবে। পাসওয়ার্ড দেওয়ার পর সফটওয়্যারটি মিনিমাইজ করতে হবে এবং মাই কম্পিউটার এ যেতে হবে।যে ড্রাইভ নামটি সিলেক্ট করেছেন তা ডাবল ক্লিক করে ওপেন করতে হবে।
উইন্ডোজ এ ফাইলের পাসওয়ার্ড সেট করার পদ্ধতি
উইন্ডোজে আমরা কি করে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারি হার্ড ড্রাইভে সেসব পাসওয়ার্ড সতর্কতা বিষয়ক আলোচনা আমরা একটু আগে করেছি। তবে পাসওয়ার্ড এর সুব্যবস্থা অনেক জায়গায় করা জরুরি। বিশেষ করে আরও একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফাইলগুলো পাসওয়ার্ড এর অভিভুক্ত করা।
খুব সহজে ফাইল পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে ফেলা যায়। আমরা সেইসব বিষয়ে আজ আলোচনা করব। খুব সহজেই যদি কোন একটি ফাইল সুরক্ষিত রাখতে চান তাহলে প্রথমেই ফাইলটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু অ্যাক্টিভ অপশনটি ক্লিক করতে হবে। অপশনে ঢুকলেই ছোট পেজ আসবে যেখানে সেট পাসওয়ার্ড লেখা রয়েছে।
এখন প্রথমে সেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। তাহলে আমরা একটি ইন্টার পাসওয়ার্ড লেখা অপশন পাব যেখানে পাসওয়ার্ডটি লিখতে হবে। পাসওয়ার্ড সেট হয়ে গেলে ওকে ক্লিক করতে হবে। তাহলেই আমরা উল্লেখিত ফাইলটির একটি র ফাইল তৈরি করে ফেলতে পারব। এখন আমরা যেহেতু ফাইল লক করার সিস্টেম জানলাম এখন এই লকটাকে ভেঙ্গে ফেলার পদ্ধতিও জানা জরুরি।
এক্ষেত্রে প্রোফাইলটি সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে। ফলে এক্সট্র্যাক্ট ফাইল নামে একটি অপশন পাবো। এক্সট্র্যাক্ট ফাইল অপশনটিতে ঢুকতে পারলে প্রথমেই আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। আপনি আগের দেওয়া পাসওয়ার্ডটি লিখে দিবেন। তাহলে আপনার ফাইলটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে।
এখন অনেকের সমস্যা হচ্ছে তাদের পিসিতে আরএআর করা যায় এমন কোন অপশন নাও থাকতে পারে। এতে করে এড টু অ্যাক্টিভ এবং এক্সট্র্যাক্ট করার অপশনটি আসবে না। তাই এই আরএআর সফটওয়্যারটি আমাদের নামিয়ে নিতে হবে এবং ইনস্টল করলে আপনারা এই পাসওয়ার্ড দেওয়ার সুবিধা পাবেন।
ফার্মওয়্যার পাসওয়ার্ড এর মাধ্যমে ম্যাকের সুরক্ষা
কিভাবে ম্যাকের পাসওয়ার্ড আরো সুরক্ষিতভাবে দেওয়া সম্ভব এ ব্যাপারে অনেকেরই জানার আগ্রহ থাকে। ম্যাকে যেহেতু উচ্চ স্তরের নিরাপত্তা অনেকাংশেই অনেক কম্পিউটারের প্রয়োজন পড়ে অবশ্যই সেসব পাসওয়ার্ডগুলো ফার্মওয়্যার এর মাধ্যমে সুরক্ষিত রাখা জরুরী। ম্যাক এর ভেতরে ডাটা গুলো সুরক্ষিতভাবে রাখার জন্যই মূলত ফার্মওয়্যার পাসওয়ার্ড কাজ করে। এটি কিভাবে কাজ করে এবং কিভাবে চালু করতে হয় সে বিষয়ে আমরা নিচে আলোচনা করব।
প্রথমেই ম্যাকবুক কে পুনরুদ্ধার অবস্থায় সরাতে হবে। এর কারণে প্রথমে ম্যাক সম্পূর্ণরূপে শাটডাউন করে দিতে হবে। এরপর অন করতে হবে। কিছুক্ষণ পরে কিবোর্ড শর্টকাট কমান্ড প্লাস আর চাপ দিয়ে ধরে রাখতে হবে। স্ক্রিনে উপস্থিত না হওয়া পর্যন্ত এ অবস্থায় ধরে রাখতে হব। রিকভার মোড লোড হয়ে গেলে উপরের বারে ট্যাব চাপ দিতে হবে।
এরপর মেনু থেকে নিরাপদ বুট ইউটিলিটি নামে একটি বিকল্প নির্বাচন করতে হবে। নিরাপদ বুট ইউটিলিটি অন করতে পারলে একটি নতুন উইন্ডো আসবে ফার্ম ওয়্যার পাসওয়ার্ডটি সক্রিয় করার জন্য। ফার্মওয়্যার পাসওয়ার্ড সক্ষম করার পর ভেতরে একটি পাসওয়ার্ড দিতে হবে যা আপনার ফার্মওয়্যারকে সুরক্ষিত রাখবে।
শেষ পর্যন্ত আপনার ফার্মওয়্যার পাসওয়ার্ড সক্রিয়করণ বিজ্ঞপ্তিটি উপস্থিত হবে। কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার ম্যাক রিস্টার্ট করতে হবে।
উইন্ডোজ এ পাসওয়ার্ড ভুল হলে সতর্কতা
কিভাবে উইন্ডোজ এর হার্ডওয়্যার এর সুরক্ষা নিশ্চিত করা যায় সে ব্যাপারে সবসময়ই প্রযুক্তিগতভাবে অনেক ধরনের সম্ভাবনা সামনে আসে। তেমনি ভাবে উইন্ডোজ ১১ এর পাসওয়ার্ড সুরক্ষা করার ক্ষেত্রে নতুন এক ধরনের টুলস তৈরি হয়েছে। কারণ পাসওয়ার্ড যদি কখনো ভুল হয়ে যায় তাহলে হার্ডড্রাইভের জন্য এটা খুবই ক্ষতিকারক প্রভাব পড়বে।
এ কারণে ব্যবহারকারীরা সতর্ক থাকার ক্ষেত্রে উইন্ডোজের এই টুলস টি ব্যবহার করতে পারেন। টুলটির নাম নিউজ টেকরাডার। এর ২২ তম আপডেট হিসেবে উইন্ডোজ ১১ এ সংযুক্ত করা হয়েছে। মাইক্রোসফট দ্বারা তৈরি নোটপ্যাড এবং ওয়ার্ডেও কাজ করে এটি। এই টুলটি ব্যবহার করলে হ্যাকার এবং স্ক্যামারদের আক্রমণ থেকেও সুরক্ষা পাওয়া যায়।
এমনকি যদি কোন কারণে হ্যাকিংয়ের আক্রমণের শিকার হন তবে উইন্ডোজ ১১ এর সব ধরনের আপডেট সাথে সাথেই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে।
উইন্ডোজ এবং ম্যাকের বাহ্যিক হার্ডড্রাইভে পাসওয়ার্ড সুরক্ষা বিষয়ে কিছু প্রশ্ন
প্রশ্নঃ বাহ্যিক হার্ড ড্রাইভের ডেটা লক করার জন্য কি অন্য কোন বিকল্প পদ্ধতি রয়েছে?
উত্তরঃ বাহ্যিক হার্ড ড্রাইভে ডেটা লক করার জন্য বেশ কয়েকটি বিকল্প উপায় সম্পর্কে জানা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এনক্রিপশন। হার্ড ড্রাইভ গুলো এনক্রিপ্ট করার জন্য উইন্ডোজ এর ক্ষেত্রে বিটলকার এবং ম্যাক এর জন্য ফাইলভোল্ট সফটওয়্যার পাওয়া যায়। এই সফটওয়্যার গুলো পাসওয়ার্ড সহ সব ধরনের ডাটা সুরক্ষিত করে রাখার ব্যবস্থা করবে।
এছাড়াও আরো এক ধরনের এনক্রিপশন রয়েছে। যাকে বলা হয় ডিক্স পার্টিশনিং। এক্ষেত্রে বাহ্যিক গুলো পার্টিশন করতে হবে। আর এই ওয়েবসাইটগুলো অনেক সুরক্ষিত হয় বলে জানা যায়। তবে বলা হয়ে থাকে যে ফুল ডিস এন্টিপশন হচ্ছে সবচেয়ে সুরক্ষিত বিকল্প পদ্ধতি।
প্রশ্নঃ কিভাবে বাহ্যিক সফটওয়্যার ব্যবহার না করেই হার্ড ড্রাইভ ভালোভাবে লক করা যায়?
উত্তরঃ বাহ্যিক সফটওয়্যার ব্যবহার না করে আপনার উইন্ডোজ বা ম্যাকেই পাসওয়ার্ড সুরক্ষার মাধ্যমে সুরক্ষিত করতে পারবেন। এক্ষেত্রে আমরা উপরে বেশ কয়েক ধরনের মেথড ব্যবহার করার উপায় সম্পর্কে আলোচনা করেছে।
প্রশ্নঃ আমি পাসওয়ার্ড ছাড়া কি করে হার্ড ড্রাইভ আনলক করব?
উত্তরঃ আপনি যদি পাসওয়ার্ডটি সম্পূর্ণ ভুলে যান তাহলে ড্রাইভ আনলক করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফরমেট দিতে হবে। তবে এক্ষেত্রে আপনার ড্রাইভের মধ্যে সব ফাইল নষ্ট হয়ে যাবে।
প্রশ্নঃ হার্ডডিক্স ফরমেট করলেও পুরাতন ফাইল কি করে খুঁজে পাবো?
উত্তরঃ সাধারণত হার্ড ড্রাইভ থেকে কোন কিছু ডিলেট হয়ে গেলে আমরা বাহ্যিকভাবে তা হারিয়ে ফেলি। কিন্তু এইসব ফাইলগুলো খুঁজে পাওয়া যায়। সেসব ক্ষেত্রে সরাসরি এই ফাইল না পাওয়া গেলেও থার্ড পার্টি কিছু সফটওয়্যারের সাহায্যে ফাইলগুলো রিকভার করা সম্ভব।
উইন্ডোজ এ পাসওয়ার্ড সেট এবং রিকভার সিস্টেম
উইন্ডোজ এবং ম্যাকের বাহ্যিক হার্ডওয়ার এর পাসওয়ার্ড সুরক্ষার ক্ষেত্রে আমরা বেশ কিছু পদ্ধতি সম্পর্কে উপরে উল্লেখ করেছি। পাসওয়ার্ড শুধু হার্ড ড্রাইভ এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমনটা নয়। ফাইল প্রটেক্ট করার জন্য অথবা পিসি সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড দেওয়া হয়ে থাকে। তবে সমস্যা হয় তখন যখন উইন্ডোজের পাসওয়ার্ড সেট করা হয়।
পরে উইন্ডোজ ওপেন করার সময় পাসওয়ার্ড মনে থাকে না। এ সময় যদি আপনি উইন্ডোজ নতুন করে সেটআপ করে ওপেন করতে চান তাহলে সব তথ্য ডিলেট হয়ে যাবে। শুধুমাত্র হার্ড ড্রাইভে থাকা তথ্যগুলোই সংরক্ষিত থাকবে। তাই যেন উইন্ডোজের সব তথ্য সংরক্ষিত রাখা যায় এই ব্যবস্থা মাথায় রেখেই বেশ কিছু রিকভারি সফটওয়্যার রয়েছে।
ইউবিসিডি সফটওয়্যারঃ
উইন্ডোজের পাসওয়ার্ড ভুলে গেলে বা হারিয়ে গেলে এই সফটওয়্যারটি খুবই কাজে দেয়। শুরুতেই অন্য একটি পিসিতে ইউবিসিডি ডাউনলোড করে নিতে হবে। এরপর কোন ডিস্ক বা পেনড্রাইভে করে বুটেবল ফ্লাশ করে নিতে হবে। এরপর আপনার পিসিতে পেনড্রাইভ টি প্রবেশ করাবেন। বুট মেনুতে পারটেড ম্যাজিক নামে একটি অপশন আসবে। সেটাতে ইন্টার করুন।
পরবর্তীতে ডিফল্ট সেটিং-এ সিলেক্ট করতে পারলে তা আপনার ডেক্সটপে চলে আসবে। এরপর বামপাশের সিস্টেম টুলস পাবেন সেখানে চলে আসবেন। সেখানে পিসি লগইন নাও নামে একটি অপশন রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ছোট করে উইন্ডোজ এখানে দেখতে পাবেন এবং আপনার পিসি সব ধরনের পার্টিশনকে সেখানে রিপ্রেজেন্ট করা হবে।
এর মধ্যে যে পার্টিশনে উইন্ডোজ টি ইন্সটল করা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এর পরবর্তীতে সি এইচ এন টিপিডাব্লিউ ইউটিলিটি চালু করে দিতে হবে। সেখান থেকেই অন স্ক্রিন নির্দেশ অনুসারে নতুন পাসওয়ার্ড লগইন করতে হবে। এরপর কিউ প্রেস করে এন্টার চাপ দিতে হবে। পরবর্তীতে আবারও ওয়াই চেপে ইন্টার ধরে রাখতে হবে।
উইন্ডোজ সিডিঃ
এ পদ্ধতিতে প্রথমে উইন্ডোজ ইনস্টল করা সিটি বা ডিভিডি আপনার পিসিতে বুটআপ করতে হবে। এরপর পিসিতে দুইটা অপশন দেখাবে একটি হচ্ছে রিপেয়ার আরেকটি হচ্ছে ইনস্টল উইন্ডোজ। এখানে রিপেয়ার অপশনে ক্লিক করবেন এবং কমেন্ট প্রমোট ওপেন করবেন। কমান্ড লাইন শুরু হলে কমান্ডগুলোতে এই লাইনগুলো কপি পেস্ট করে দিবেন।
লেখার পর এন্টার ক্লিক করুন। এরপর ইনস্টলেশন খুলে ফেলতে হবে এবং পিসিকে রিপোর্ট করে নিতে হবে। এরপর স্ক্রিনে লগইন আসলে কিবোর্ড এর শিফট কি পাঁচ বার চাপ দিতে হবে এরপর আবারো কমেন্ট প্রমোটে আসতে হবে। এরপর এখানে ইউজার নেম এবং নিউ পাসওয়ার্ড এর স্থানে আপনার পছন্দমত পাসওয়ার্ড লিখে এন্ট্রি করতে পারবেন।
পাসওয়ার্ড সুরক্ষার জন্য গুগোল পাসওয়ার্ড ম্যানেজার
ম্যাক এর পাসওয়ার্ড এবং উইন্ডোজ এর পাসওয়ার্ড বাহ্যিক হার্ড ড্রাইভের জন্য অথবা ফাইলের নিরাপত্তার ক্ষেত্রে এমনকি কম্পিউটারে লগইন করার সময়ও পাসওয়ার্ড ব্যবহার করা হয় সুরক্ষার জন্য। তবে গুগোল এর কোন ওয়েবসাইটে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে গুগোল পাসওয়ার্ড ম্যানেজার এর সাহায্য নিলে অনেক ভাবেই পাসওয়ার্ডটি অনেক শক্তিশালী হবে।
এমনকি অনেক ধরনের অ্যাকাউন্ট এর জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করা যাবে। তাছাড়া কোন ওয়েবসাইটের জন্য গুগোল পাসওয়ার্ড সিস্টেম চালু রাখলে আপনার পাসওয়ার্ডটি ভুলে গেলেও পাসওয়ার্ড ম্যানেজারের কাছ থেকে খুঁজে বের করা সম্ভব। এমনকি কোন ধরনের পাসওয়ার্ড লেখা উচিত সেই বিষয়েও ভালো ধারণা গুগোল পাসওয়ার্ড ম্যানেজার দিয়ে থাকেন।
- নিরাপত্তার ক্ষেত্রে গুগোল পাসওয়ার্ড ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে গুগোল পাসওয়ার্ড ম্যানেজারের ভূমিকা অপরিসীম।
- পাসওয়ার্ড যদি কোন কারণে চুরি হয়ে যায় তাহলে সেই বিষয়ে বিজ্ঞপ্তি সাথে সাথেই পাওয়া যায়। তাতে করে সচেতন থাকা যাবে এবং পাসওয়ার্ডটি তাড়াতাড়ি পরিবর্তন করে ফেলতে পারবেন।
- অনুমোদিত কোনো অ্যাক্সেস ব্লক করতে গুগোল পাসওয়ার্ড ম্যানেজার খুবই কাজ করে। ইনক্রিপশন এর সাহায্যে গুগোলের নিরাপত্তায় আপনার পাসওয়ার্ডটি সেভ করা হয়ে থাকে।
হারিয়ে যাওয়া হার্ডড্রাইভ এর পুনরুদ্ধার
উইন্ডোজ বা ম্যাকের আমরা হার্ড ড্রাইভ এর পাসওয়ার্ড সুরক্ষা বিষয়ে সচেতনতা দেখিয়েছি। কিন্তু এইসব ড্রাইভের কোন তথ্য বা ফাইল যদি হারিয়ে যায় বা ডিলিট হয়ে গেলে কিভাবে রিকভার করা যায় তা আমরা অনেকেই জানিনা। ডেটা পুনরুদ্ধারের জন্য উপযুক্ত সরঞ্জাম বাছাই করা খুবই জরুরী। এই সমস্যা সমাধান করার জন্য রয়েছে সিসটুল নামে একটি সফটওয়্যার।
এই সফটওয়্যারটির সাহায্যে আনবাউন্ডেন্ট আকারে পুনরায় তথ্যগুলো ফরমেট হয়ে হার্ড ড্রাইভে চলে আসে। নিচে রিকভারি সফটওয়্যার এর প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে কিছু ধারনা দেওয়া হলো।
- সিসটুল সফটওয়্যার টি বাহ্যিক হার্ড ড্রাইভ থেকে স্থায়ীভাবে যেই ফাইলগুলো মুছে ফেলা হয় সেগুলো আবার পুনরুদ্ধার করে দেয়।
- এটি অনেকগুলো ভাষায় ফাইল পুনরুদ্ধার করতে পারে।
- এর গঠন প্রণালী উইন্ডোজ ও এস এর সংস্করণের সাথে সম্পৃক্ত।
- কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে পিডিএফ ফাইল গুলি পুনরুদ্ধার করতে সক্ষম।
- এটির মাধ্যমে ভেতরের বা বাইরের হার্ড ড্রাইভ থেকে র ডেটা ও পুনরুদ্ধার করা যায়।
- যেসব ডেটা গুলো পুনরুদ্ধার করা হয় সেগুলোর লাল রং দ্বারা হাইলাইটের থাকে।
উইন্ডোজ এবং ম্যাক এর বাহ্যিক হার্ডড্রাইভের পাসওয়ার্ড সুরক্ষা বিষয়ক আরো কিছু প্রশ্ন
প্রশ্নঃ কম্পিউটারে উইন্ডোজ পাসওয়ার্ড রিকভারের জন্য করনীয় কি?
উত্তরঃ কম্পিউটার সুরক্ষার জন্য আমরা অনেকেই উইন্ডোজ এ পাসওয়ার্ড দিয়ে রাখি। কিন্তু পাসওয়ার্ডটি যদি ভুলে যায় তবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে পাসওয়ার্ড ভুলে গেলেও ফরমেট এর মাধ্যমে অন করা যায়। কিন্তু এক্ষেত্রে সব ফাইল যেগুলো সি ড্রাইভে রাখা হয় সেগুলো ডিলিট হয়ে যাবে।
কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ ফাইলগুলো যেন ডিলিট না হয়ে যায় সে কারণে বেশ কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোর মাধ্যমে উইন্ডোজ ওপেন করে ফাইল রিকভার করা সম্ভব।
প্রশ্নঃ হার্ড ড্রাইভ রিকভার টুল কি আছে?
উত্তরঃ সাধারণত হাইড্রাইভ রিকভার করার জন্য অথবা ড্রাইভ থেকে ডেটা পুনরুদ্ধার করার ক্ষেত্রে এমনকিছু সফটওয়্যার রয়েছে যার মাধ্যমে ডাটাগুলো পাওয়া যাবে বলে জানা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য সফটওয়্যার হচ্ছে সিস্টুল।
প্রশ্নঃ কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে মুছে ফেলা পিডিএফ রিকভার করার উপায় কি?
উত্তরঃ খুব সহজেই আপনি আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে যদি পিডিএফ ডিলিট করে ফেলেন তবে সেটা রিকভার করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে কম্পিউটার ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। এরপর কম্পিউটারের রিসাইকেল বিন এ পরীক্ষা করুন। এখানে আপনার ডিলেট হয়ে যাওয়া পিডিএফটি দেখতে পাবেন।
ফাইলের উপর রাইট ক্লিক করলে রিস্টোর নামে একটি অপশন পাবেন সেটাতে ক্লিক করবেন। তাহলে ফাইলটি পূর্বে যে ড্রাইভে ছিল সেখানেই চলে যাবে।
প্রশ্নঃ হার্ড ড্রাইভ পাসওয়ার্ড দ্বারা প্রটেক্ট হওয়া সত্বেও কি ফরম্যাট দেওয়া সম্ভব?
উত্তরঃ পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত হার্ড ড্রাইভ ফরম্যাট দেওয়া যেতে পারে। তবে ফরম্যাটিং অবশ্যই সতর্কতার সাথে করা উচিত। তাই গুরুত্বপূর্ণ কোন ফাইল থাকলে প্রথমেই ফ্রি এক্সেস করার চেষ্টা করা জরুরী। এরপর এটি বিন্যাস নিয়ে আগানোর আগে একটি ডেটা ব্যাকআপ রাখা প্রয়োজন।
উইন্ডোজ এবং ম্যাক এর বাহ্যিক হার্ডড্রাইভ এর পাসওয়ার্ড সুরক্ষা নিয়ে লেখক এর মন্তব্য
আপনাদের উইন্ডোজ এবং ম্যাকের বাহ্যিক হার্ডড্রাইভের পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য নিজেদের জেনে রাখার জন্য খুবই জরুরী। আপনার ড্রাইভের ডেটা গুলো যেন আপনার পরিবর্তে কোনো মানুষ এসে সেগুলো উদঘাটন করতে না পারে সে ব্যাপারেই সাবধান থাকা জরুরি। যদি আপনার হার্ডড্রাইভে সরাসরি যে কেউ এক্সেস পায় তবে পুরোপুরি ঝুঁকির মধ্যে পড়ে যাবেন।
ফোকাস আইটি ইনস্টিটিউট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url