ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো ও ব্যবহার বিধি

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো এই প্রশ্নটি অনেক ছেলেই করে থাকেন। সাধারণত ছেলেদের প্রসাধনীর পরিমাণ খুবই কম। ফেসওয়াশই শুধুমাত্র ব্যবহার করেন কিন্তু ব্যবহারের নিয়ম সম্পর্কে খুব একটা অবগত নন। 

ছেলেদের-জন্য-কোন-ফেসওয়াশ-সবচেয়ে-ভালো

মুখের ত্বক এবং শরীরের ত্বক একরকম না হওয়ার কারণে ছেলেদের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াশ কোনটি সে বিষয়ে আজকের আলোচনা। ছেলেরা যেহেতু সেভ করেন তাই শুষ্ক ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো সেসব বিষয়েও জানতে পারবেন।

পেজ সূচিপত্রঃ ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো আজকের আলোচনায় আমরা তা জানতে পারবো। ছেলেদের বিভিন্ন ধরনের ফেসওয়াশই বাজারে পাওয়া যায়। কিন্তু সবচেয়ে ভালো ফেসওয়াশ কোনটি তা বুঝার সহজ কোনো উপায় নেই। কারণ এক এক ফেসওয়াশ একেক ধরনের প্রয়োজনে কাজে লাগে। 

ত্বকের ধরন এবং সমস্যার উপর নির্ভর করে ফেসওয়াশের তারতম্য দেখা যায়। আমাদের দেশে এখনো ছেলেরা ফেসওয়াশ ব্যবহারের খুব একটা মনোযোগী নয়। যার কারণে মুখ ধোয়ার ক্ষেত্রে সাধারণ সাবান ব্যবহার করে থাকে। কিন্তু এটা একদমই উচিত নয়। কারণ সাবানে থাকে অতিরিক্ত পরিমাণ ক্ষার। যা মুখে ত্বকের জন্য খুবই অনুপযোগী। 

আরও পড়ুনঃ চর্ম এলার্জি দূর করার উপায় এবং বাচ্চাদের এলার্জির ঘরোয়া চিকিৎসা

আর ছেলেরা যেহেতু সারাদিন বাইরে ঘুরাঘুরি করে। বাসা থেকে বের হওয়ার সময় মুখে কোন ধরনের ক্রিম ইউজ করার প্রয়োজনীয়তা বোধ করে না। তাই তাদের জন্য বাসায় এসে মুখটাকে ভালোভাবে ক্লিন করা খুবই প্রয়োজন। আর সেটা অবশ্যই ফেসওয়াশ দিয়ে হতে হবে। মুখের ডিপ ক্লিন এর অভাবে বিভিন্ন ধরনের শুষ্কতা জনিত অথবা ব্রণের সমস্যা দেখা দেয়। 

এজন্য বাজারে অনেক ধরনের ফেসওয়াশ পাওয়া গেলেও একেক ধরনের মুখে সমস্যার জন্য আলাদা আলাদা ফেসওয়াশ ব্যবহার করতে হয়। নিচে সেই সব ফেসওয়াশ সম্পর্কেই এবং ছেলেদের জন্য কোন ফেসওয়াশ গুলো ব্যবহার উপযোগী সে সম্পর্কেই আলোচনা করা হলো।
  • নিউট্রোজিনা মেন ফেসওয়াশ ছেলেদের একনি সমস্যার সমাধানে ব্যবহৃত হয়। যেসব ছেলেরা মুখের অনেক ব্রণের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ফেসওয়াস টি।
  • লরিয়াল মেন এক্সপার্ট হাইট্রো এনার্জেটিক ফেসওয়াশ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ডিপ ক্লিন করার জন্য এই ফেসওয়াশ এর প্রয়োজন অনেক। মুখকে পরিষ্কার করে এবং ত্বককে ফর্সা করতে এর প্রয়োজনীয়তা অনেক।
  • গার্নিয়ার মেন পাওয়ার হোয়াইট ডাবল একশন ফেসওয়াশ মুখে ডাবল ক্লিন করে এবং ডেড সেলগুলো রিমুভ করতে সাহায্য করে। স্কিনের বিভিন্ন দাগ পরিষ্কার করতেও এই ফেসওয়াশ টি সাহায্য করে।
  • ভেসলিন মেন স্পট কন্ট্রোল ফেসওয়াশ মুখের ত্বকের বিভিন্ন রকম স্পট দূর করতে পারে।
  • অক্সি অয়েল কন্ট্রোল ফেসওয়াশ মুখের ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে। তৈলাক্ত ত্বকের ফেসওয়াশ হিসেবে খুবই উপকারী।
  • নিভিয়া মেন প্রটেক্ট এন্ড কেয়ার ফেসওয়াশ মুখের ত্বককে ডিপ ক্লিন করতে ব্যবহৃত হয়।
  • রেডহান্ট ফেয়ারনেস ফেসওয়াশ মুখের ত্বকের অতিরিক্ত দাগ এবং ময়লা দূর করে। এতে মুখ উজ্জ্বল হয়।
  • গেটস বাইক ক্লিনিং হোয়াইটনিং ফেসওয়াশ ডেড সেল গুলো রিমুভ করে। ফলে মুখ পরিষ্কার দেখায়।

ছেলেদের ফেসওয়াশ ব্যবহারের নিয়ম

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো এ ব্যাপারে আমরা বেশ কিছু ফেসওয়াশের নাম জেনেছি। উক্ত ফেসওয়াশ এর মধ্যে প্রয়োজনীয় একটি বেছে নিতে হবে। তা নিয়মিত ব্যবহার করতে হবে। নিয়মিত ব্যবহারে মুখের সমস্যা দূর হবে এবং প্রতিদিনের ময়লা পড়া থেকে ত্বককে রক্ষা করা যাবে। 

ছেলেদের-ফেসওয়াশ-ব্যবহারের-নিয়ম

ছেলেদের ফেসওয়াশের সঠিক ব্যবহার বিধি সম্পর্কে সাধারণত ধারণা থাকে না। তাই এক্ষেত্রে জেনে জরুরী যে ফেসওয়াশ কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমেই ফেসওয়াশটি আপনার হাতের উপর পরিমিত পরিমাণে ঢালবেন। এরপর পানি সহকারে হাতের ভেতরেই একটু ঘষে ফেনা তৈরি করে নিতে হবে। এরপর মুখের উপর আলতো করে লাগাতে থাকবেন। 

সম্পূর্ণ মুখে লাগানো হয়ে গেলে আস্তে আস্তে ঘষে ঘষে ত্বকের ময়লা পরিষ্কার করে ফেলতে হবে। এভাবেই খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। দিনে অন্তত দুইবার সকালে এবং রাতে ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। তবে বাইরে গেলে বাসায় আসার পর ফেসওয়াশ এর ব্যবহার খুবই জরুরী।

মেয়েদের জন্য ভালো ফেসওয়াশ

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো এ বিষয়ে আমরা ধারণা পেলাম। এখন মেয়েদের জন্য ভাল ফেসওয়াশ সম্পর্কে আমরা কিছুটা ধারণা দিতে পারি। ছেলেদের ত্বকের তুলনায় মেয়েদের ত্বক আরো কোমল হয়। তাই ছেলে এবং মেয়ে উভয়েই একই ফেসওয়াশ ব্যবহার করতে পারেন না। 

ফেসওয়াশ পরিবর্তনের জন্য বাজারে বিভিন্ন ধরনের মেয়েদের ব্যবহারের ফেসওয়াশ পাওয়া যায়। মেয়েদের ক্ষেত্রেও ত্বকের ধরন অনুযায়ী ও সমস্যার উপর নির্ভর করে ফেসওয়াশ নির্বাচন করা জরুরি। তা না হলে ত্বকের ক্ষতি হবে বৈকি। সাধারণত মেয়েরা স্কিন কেয়ার বিষয়ে খুবই সচেতন থাকেন। 

তাই স্কিন কেয়ার এর সর্বপ্রথম স্টেপ ভালো ফেসওয়াশ ত্বকের জন্য খুবই জরুরী। ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার উপর নির্ভর করে বেশ কয়েক ধরনের ফেসওয়াশ নিয়ে আমরা এখন আলোচনা করব।

  • বেবি ব্রাইটেনিং এএইচএ এন্ড ব্লুটা হোয়াইজেনিং ফেসিয়াল ফোম শীতকালে শুষ্ক ত্বকের ব্যবহারের জন্য উপযোগী। ময়েশ্চারাইজিং ক্রীম থাকায় শীতকালে ব্যবহার করে আরাম।
  • ক্যাথিডাল ব্রণ সলিউশন সিরাম ফোম ক্লিনজার ফেসওয়াশ ব্রণের সমস্যার সমাধানের সাথে সাথে ডিপ ক্লিন এর বিষয়টিও নিশ্চিত করে।
  • ওআইসি মিল্ক এক্সট্র্যাক্ট ফেসওয়াশ মুখের ত্বকে ডিপক্লিন করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে এবং ত্বককে স্বাভাবিকভাবে পরিষ্কার করার জন্য এই ফেসওয়াস টি ব্যবহার করা যায়।
  • হিমালয়া পিউরিফাই নিম ফেসওয়াশ রেগুলার ইউজ এর জন্য খুবই উপকারী। অয়েল কন্ট্রোলের সাহায্য করে।
  • নিভিয়া জাফরান মিল্ক ডিলাইট ফেসওয়াশ নিয়মিত ব্যবহার করার জন্য এবং সব ধরনের স্কিনের জন্য উপযোগী।

তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো তার একটি লিস্ট আমরা উপরে দিয়েছি। কিন্তু ছেলেদের তৈলাক্ত ত্বকের জন্য কোন ধরনের ফেসওয়াশ ভালো তার সহজে নির্ণয় করা সবসময় সম্ভব হয় না। তবে বাজারে বিক্রি করা হয় এমন বেশ কিছু ফেসওয়াশ এর মধ্যে কেউ কেউ ক্লেম করে যে তারা অতিরিক্ত তৈলাক্ত ত্বককে ভালো রাখে। 

ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় বেশি তৈলাক্ত এবং ঘন হওয়ার কারণে মেয়েদের তুলনায় বেশি ময়লা ত্বকে জমা হয়। এর ফলে আরো অনেক ধরনের সমস্যা ত্বকে দেখা যায়। এ কারণে নিয়মিত তৈলাক্ত ত্বক পরিষ্কার করার জন্য ফেসওয়াশ ব্যবহার করা জরুরী। তৈলাক্ত ত্বকের জন্য কোন ফেসওয়াশ ভালো এর সমাধান স্বরুপ গার্নিয়ার, হিমালয়া, নিভিয়া ইত্যাদি বেশ কিছু ফেসওয়াশ এর নাম বলা যায়। 

ছেলেদের জন্য কোন ফেসওয়াস সবচেয়ে ভালো এ বিষয়ে কিছু প্রশ্ন

প্রশ্নঃ ব্রণ হলে ছেলেদের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াশ কোনটি?

উত্তরঃ ব্রণের ক্ষেত্রে ছেলেদের জন্য সবচেয়ে ভালো ফেসওয়াশ অনেকগুলোই রয়েছে। এদের মধ্যে সেটাফিল জেন্ডার স্কিন ক্লিনার এবং নিউট্রোজেনা অয়েল ফেস অ্যাকনে ওয়াস খুবই কার্যকর। এগুলো ডেড সেল রিমুভ করে এবং ব্রণের পরিমাণ কমিয়ে দেয়। ত্বককে সুস্থ রাখে।

প্রশ্নঃ ছেলেদের ত্বকের জন্য ভালো সাবান কি?

উত্তরঃ সাধারণত বেশিরভাগ সাবানে ক্ষারের পরিমাণ বেশি থাকে যা মুখে ত্বকের জন্য ক্ষতিকারক। কিন্তু কিছু কিছু সাবান রয়েছে যা কম ক্ষার বহন করে সাধারণ সাবানের তুলনায়। এদের মধ্যে ডাব সাবান অন্যতম। এটি ভালো ময়লা পরিষ্কার করে এবং মুখ পরিষ্কার রাখে।

প্রশ্নঃ ভালো ফেসওয়াশের বৈশিষ্ট্য কি?

উত্তরঃ ভালো ফেসওয়াশ সাধারণত ডিপ ক্লিন, অয়েল কন্ট্রোল, মশ্চারাইজিং ইত্যাদি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্বিলিত হয়ে থাকে। কিন্তু পার্সন অনুযায়ী প্রত্যেকটি ফেসওয়াশ ত্বক অনুসারে ভিন্ন। একই ত্বকে সব ধরনের ফেসওয়াশ শুট করে না। তাই ত্বকের সমস্যা ও বৈশিষ্ট্যের উপর নির্ভর করে ফেসওয়াশ নির্বাচন করতে হবে। 

প্রশ্নঃ ভালো ফেসওয়াশের নাম কি?

উত্তরঃ বাজারে বিভিন্ন ধরনের ফেসওয়াশ পাওয়া যায়। এক একটির এক এক ধরনের বৈশিষ্ট্য। ত্বক অনুযায়ী ভালো ফেসওয়াশ এর সংজ্ঞা আলাদা। বিভিন্ন কোম্পানির অনেক ভালো ভালো ফেসওয়াশ রয়েছে। এর মধ্যে গার্নিয়ার, ভেসলিন, সেটাফের, অর্ডিনারি অন্যতম।

ফেসওয়াশ দিয়ে ব্রণের সমস্যার সমাধান

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো তা জানার সময় আমরা বেশ কিছু ফেসওয়াশ সম্পর্কে আলোচনা করেছি। এসব ফেসওয়াশের মধ্যে কোনটি অয়েল কন্ট্রোল করে আবার কোনটা ব্রণের সমস্যা দূর করে। আবার কিছু আছে মুখ গভিরভাবে পরিষ্কার করতে সাহায্য করে। এদের মধ্যে দেখা যায় যে ব্রণের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশিরভাগ মানুষই ভালো ফেসওয়াশ খুঁজেন। 

বিভিন্ন কারণে ত্বকে ব্রণের সমস্যা হতে পারে। এরমধ্যে হরমোনাল ইমব্যালেন্স, অতিরিক্ত চিন্তা, ঘুম কম হওয়া তাছাড়া ত্বকের অযত্ন ইত্যাদি বিভিন্ন কারণে ব্রণ হতে পারে। এমনকি অনেক সময় ত্বক বেশি তৈলাক্ত থাকলেও ব্রণের সমস্যা দেখা যায়। এসব ক্ষেত্রে ব্রণ এর সমস্যার সমাধানের জন্য হিমালয়া ফেসওয়াশটি খুবই সাহায্য করে।

ছেলেদের জন্য কম দামে ভালো ফেসওয়াশ

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো এ বিষয়ে আলোচনার সময় আমরা বিভিন্ন ধরনের ফেসওয়াশের নাম জানতে পেরেছি। এর মধ্যে বেশ কিছু ফেসওয়াশ রয়েছে যা অনেক দামি এবং আরও কিছু ফেসওয়াশ আছে যেগুলো অনেক কম বাজেটে কিনতে পাওয়া যায়।   

বাজেটের উপর নির্ভর করে এবং ত্বকের সমস্যার উপর ভিত্তি করে যেকোনো ধরনের ফেসওয়াশই ব্যবহার করতে পারেন। নিচে বেশ কয়েকটি ফেসওয়াশের মূল্য তালিকা দেওয়া হল। 

  • গার্নিয়ার মেন ফেসওয়াশ ৩৬০ টাকা।
  • নিভিয়া মেন ফেসওয়াশ ৩৮০ টাকা।
  • নিভিয়া মেন অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ৪০০ টাকা।
  • হিমালয়া মেন ফেসওয়াশ ৫০০ টাকা। 
  • নিভিয়া মেন ডার্ক স্পট রিডাক ফেসওয়াশ ৭০০ টাকা।
  • ভিটামিন সি ফেসওয়াশ ৪৯০ টাকা।
  • লরিয়াল মেন ফেসওয়াস ৬৫০ টাকা।
  • ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম ফেসওয়াশ ১৫০ টাকা।
  • যাইয়ান এন্ড ময়জা টিট্রি ফেসওয়াশ ৪২০ টাকা।
  • ওয়াইসি অয়েল কন্ট্রোল ফেসওয়াশ ২৮০ টাকা।

ফর্সা হওয়ার জন্য ব্যবহৃত ফেসওয়াশ

ছেলেদের মুখের ত্বককে পরিষ্কার রাখার জন্য সবচেয়ে ভালো কিছু ফেসওয়াশ সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিন্তু ফর্সা হওয়ার ফেসওয়াশ এর নাম আমরা পাইনি। কারণ ত্বকের ফর্সাকারী ক্রিম বা ফেসওয়াশ ত্বকের জন্য কখনই ভালো নয়। এর থেকে যদি ত্বককে ভালো রাখার জন্য নিয়মিত পরিষ্কার রাখা যায় তবে ত্বক ভালো থাকে। 

ফর্সা-হওয়ার-জন্য-ব্যবহৃত-ফেসওয়াশ

স্কিনে কোন ধরনের স্পট না পড়লে ত্বক উজ্জ্বল থাকে। স্কিন দেখতে ফর্সা লাগে। তাই নিয়মিত বাইরে গেলে ছেলেরা যদি ঘরে ফিরে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেয় তবে মুখের অনেক ময়লাই চলে যাবে। তাছাড়া বাইরে গেলে সূর্যের তাপ মুখের ত্বককে পুড়িয়ে দেয়। ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে পুড়ে যাওয়া মৃত কোষগুলো রিমুভ হয়ে যায়।  

এতেও ত্বক ভালো থাকে। তাই ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার না করে নিয়মিত ত্বকের সাধারণ যত্ন করলেই ত্বক উজ্জ্বল হবে। এজন্য ছেলেদের ফেসওয়াশ ব্যবহারের নিয়ম মেনে মুখ ধোয়া জরুরী। 

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো এ বিষয়ে আরো কিছু প্রশ্ন

প্রশ্নঃ ছেলেদের মুখের জন্য কোন ফেসওয়াশটি ভালো হবে?

উত্তরঃ ছেলেদের মুখের জন্য ব্যবহৃত বিভিন্ন রকম ফেসওয়াশ এর কথাই আমরা বলেছি। এরমধ্যে স্কিন টাইপ অনুযায়ী যেকোনো একটি ফেসওয়াশ বেছে নেওয়া সম্ভব।

প্রশ্নঃ ডেটল সাবান দিয়ে কি মুখ ধুয়া যায়?

উত্তরঃ ডেটল সাবানটি মূলত তৈরি হয়েছে শরীরের ত্বকের ব্যবহারের জন্য। তাই এর ক্ষারের পরিমাণ এতটাই বেশি যে তা মুখের ত্বকের জন্য উপযোগী নয়।

প্রশ্নঃ পুরুষদের জন্য বেসিক স্কিন কেয়ার রুটিন কি?

উত্তরঃ পুরুষদের জন্য স্কিন কেয়ার রুটিনটি অনেক সাধারণ হওয়া উচিত। খুব মিনিমাল প্রোডাক্ট দিয়েই ত্বকের উপকার করা যায়। এরমধ্যে একটি ফেসওয়াশ, একটি ভালো সানস্ক্রিন ক্রিম এবং যারা শেভ করেন তাদের জন্য একটি ভালো সেভিং জেল বা ফোম।

প্রশ্নঃ ব্রণের সমস্যা দূর করার ঘরোয়া উপায় কি? 

উত্তরঃ ছেলেদের জন্য ব্রণের সমস্যা সমাধানে কিছু ফেসওয়াশ রয়েছে। তাছাড়াও কিছু স্ক্রিন কেয়ার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এরমধ্যে যদি নিয়মিত নিম মুখে লাগানো যায় তাহলে ব্রণ চলে যাবে।

ছেলেদের জন্য কোন ফেসওয়াশ সবচেয়ে ভালো বিষয়ে লেখক এর মন্তব্য

ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে ছেলেদের জন্য সবচেয়ে ভালো কোনটা সে সম্পর্কে আজকে আমাদের আলোচনা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ধরনের ফেসওয়াশ সম্পর্কে জানতে পেরেছি। এসব ফেসওয়াশ প্রত্যেকটি আলাদা আলাদা সমস্যার সমাধান করে। তাই যার ত্বকের যে ধরনের সমস্যা সেই রকম ফেসওয়াশই ব্যবহার করতে হবে।  

সাধারণত ছেলেরা ফেসওয়াশ ব্যবহারের ক্ষেত্রে বা মুখের প্রসাধনী ব্যবহারের বিষয়ে সাবধান না থাকার কারণে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। ত্বকের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাথমিক সমাধান হচ্ছে একটি ভালো ফেসওয়াশ নিয়মিত ব্যবহার করা। এতে ত্বকের সমস্যাগুলো যেমন সমাধান হতে পারে সাথে ত্বক উজ্জ্বলও হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফোকাস আইটি ইনস্টিটিউট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url