ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট সমস্যার সমাধান
অনেক সময় ডিভাইসের সাথে ওয়াইফাই কানেক্ট থাকে। কিন্তু দেখা যায় যে ওয়াইফাই কানেক্টেড বাট নো ইন্টারনেট লেখা উঠে। সেক্ষেত্রে এ ব্যাপারে আজকে আমরা বেশ কয়েকটি ধারণা আপনাদের সাথে শেয়ার করব।
পেজ সূচিপত্রঃ ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট
- ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট দেখানোর কারণ
- ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ফিরিয়ে আনার সমাধান
- ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখবো কিভাবে
- মোবাইলের সাহায্যে ওয়াইফাই কানেকশন
- ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট বিষয়ে কিছু প্রশ্ন
- অ্যাপ দিয়ে ওয়াইফাই চালু করার নিয়ম
- ওয়াইফাই কানেক্ট কিন্তু ইউটিউব চালু না হওয়ার কারণ
- ওয়াইফাই মোবাইলে কানেক্ট না হওয়ার কারণ
- ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট বিষয়ে আরো কিছু প্রশ্ন
- ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট এর সম্পর্কে লেখক এর মন্তব্য
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট দেখানোর কারণ
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট বর্তমানে ইন্টারনেট ইউজারদের জন্য খুবই সমস্যার একটি কারণ। আমরা অনেকেই এখনো ওয়াইফাই দিয়ে ইন্টারনেট কানেক্ট করে ব্যবহার করি। কিন্তু দেখা যায় যে কোন কারনে ইন্টারনেট ঠিকভাবে কানেক্ট হয় না। তখন ইন্টারনেটের অভাবে আমাদের প্রয়োজনীয় কাজটি করা সম্ভব হয় না।
এমন একটা সমস্যার সময়ে ইন্টারনেট সঠিকভাবে যেন আসে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পড়ে। এমন সময় ব্রড ব্যান্ডের কর্মীরাও তেমন কোন সাহায্য করতে পারেন না। তাছাড়া অন্য কারো সাহায্য ছাড়াই আমাদের উচিত নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করা। এজন্যই প্রথমে জানতে হবে ওয়াইফাই কানেক্ট না হওয়ার কারণ কি।
বিভিন্ন কারণে ওয়াইফাই কানেক্ট নাও হতে পারে। সেগুলোই নিচে উল্লেখ করা হলো।
- অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই ব্যবহার করছেন তার মেয়াদ শেষ হয়ে যায়। এরকম ক্ষেত্রে ইন্টারনেট পাওয়া যায় না। এজন্য মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রিচার্জ করে রাখা ভালো। তাহলে নো ইন্টারনেট দেখাবে না।।
- রাউটার যখন সেট করা হয় তখন ডিভাইসের সাথে সেটিংসের কোন সমস্যা থাকতে পারে। আবার কনফিগারেশনের সমস্যাও দেখা দিতে পারে। এমন ক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেকশন পাবেন না।
- অনেক সময় ওয়াইফাইয়ের আইএসপি এর সার্ভারে সমস্যা থাকতে পারে। যার ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকে।
- ওয়াইফাই যুক্ত করার সময় বেশকিছু তার টানা হয়। এসব তারের সাথে একটি হলুদ রঙের প্যাচ কার্ড থাকে। কোন কারনেই প্যাচ কার্ডে ভাজ পরলেও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
- সাধারণত একটি নির্দিষ্ট ধারার মাধ্যমে ইন্টারনেট আপনার রাউটারে আসে। প্রথমে প্যাচকার্ডের মাধ্যমে ব্যান্ডউইথ এরপর অপটিক্যাল ফাইবার থেকে অনুর মাধ্যমে রাউটারে ইন্টারনেট প্রবেশ করে। আর এই প্রসেসটি বিদ্যুতের সাহায্যে প্রবাহিত হয়। কোন কারনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়।
- ইন্টারনেট রাউটারে প্রবেশ করার জন্য যে তারটির সাহায্য নেওয়া হয় তাকে ক্যাট ৬ বলা হয়। মাঝে মাঝে এই তারটি রাউটারের সাথে সঠিকভাবে লাগানো থাকে না। এমন সময় ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়।
- ডিভাইসের সাথে রাউটার যদি ব্লক করা থাকে তাহলেও ইন্টারনেট সংযোগ পাবেন না। এতে করে আপনার যে ডিভাইসে নেট ব্লক রয়েছে সেটি বাদে বাকি সব ডিভাইসে নেটওয়ার্ক পাবেন।
- ইন্টারনেট সংযোগের জন্য যে তারটি ব্যবহৃত হয় সেখানে অপটিক্যাল ফাইবারে ইন্টারনেট প্রবাহিত হওয়ার জন্য একটি লেজার রশ্মি থাকে। কোন কারণেই লেজার রশ্মির গতিবিধি যদি বিঘ্ন ঘটে তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হবে।
- রাউটার যদি পুরনো হয়, তবে নতুন ডিভাইসের সাথে কানেক্ট হতে সমস্যা হয়।
- রাউটারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকলে অনেক বেশি চাপ পড়ে যায় ইন্টারনেট শেয়ার করার জন্য। এজন্য দেখা যায় কোন কোন ডিভাইসে ইন্টারনেট সংযোগ ব্লক থাকে আবার কোনোটাতে একবারই নো ইন্টারনেট দেখায়।
- আর সবশেষে অনেক সময় যে ডিভাইসে ইন্টারনেট সংযুক্ত হওয়ার কথা সেটিতেই কোন কোন সমস্যা থাকতে পারে। বিশেষ করে ফোনের ক্ষেত্রে বেশি দেখা যায়।
ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ফিরিয়ে আনার সমাধান
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট দেখানোর কারণগুলো আমরা আলোচনা করেছি। আলোচনায় দেখা গিয়েছে যে বিভিন্ন রকম সমস্যার কারণেই ইন্টারনেট কানেকশন বন্ধ থাকতে পারে। আমরা এখানে যেসব আলোচনা করলাম তার থেকে যদি সমাধান খুঁজতে চাই তবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই টেকনিক্যাল সমস্যা থাকে।
রাউটারের সাথে কানেকশনের সেটিংসে বিভিন্ন রকম সমস্যার কারণে ইন্টারনেট সংযোগ ব্যাহত হতে পারে। এজন্য বেশিরভাগ আমরা দেখতে পারি ইন্টারনেট এক্সেস নেই কিন্তু সংযুক্ত। অনেক সময় বিদ্যুতের কারণে ইন্টারনেটের পাওয়ার সঠিকভাবে আসে না। এ সময় ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা দেখে নিয়ে বিদ্যুতের সংযোগ করে চেষ্টা করুন।
আবার ইন্টারনেট সংযুক্ত করার জন্য যে ব্রড ব্যান্ডের তার রাউটারের সাথে যুক্ত করা হয় সেই তারেও কোন না কোন সমস্যা থেকে যায়। এরকম ক্ষেত্রে ব্রডব্যান্ডের লোকজনকে না ডাকলে কোনভাবেই সমাধান পাওয়া যাবে না। আবার আমরা অনেক সময় ভুলবশত রাউটারের ছোট লাইনটিও ঠিকভাবে রাউটারের সাথে লাগাই না।
এমন সময়ও ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। আবার একটি রাউটারের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে। অতিরিক্ত ডিভাইসে ইন্টারনেট সংযোগ করার জন্য সবগুলোতেই সঠিকভাবে ইন্টারনেট পাওয়া যায় না। এক্ষেত্রে ডিভাইসের পরিমাণ কমায়ে দেওয়া দরকার। ওয়াইফাই কানেক্ট করার সফটওয়্যার ও এই সমস্যা সমাধান করতে পারে।
ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখবো কিভাবে
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট আজকের আলোচনায় আমরা ইন্টারনেট কানেকশনের সমাধান কিভাবে করা যায় এবং এই সমস্যার কারণগুলো সম্পর্কে জানতে পেরেছি। অনেকে সমস্যার সমাধানের জন্য বা ওয়াইফাই এর পাসওয়ার্ড চেঞ্জ কিভাবে করা যায় সে সম্পর্কে জানতে চান। এ সম্পর্কে জানার জন্য বেশ কয়েক ধরনের সফটওয়্যার রয়েছে।
যার সাহায্যে আপনি সহজেই পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তবে সব ধরনের সফটওয়্যার ব্যবহার করা উচিত নয়। এগুলো আপনার রাউটার বা ইন্টারনেট সংযোগের জন্য ক্ষতিকারক হতে পারে। এর মধ্যে কিছু সফটওয়্যার হচ্ছে, পাসওয়ার্ড অল ইন ওয়ান এবং আরেকটি হচ্ছে অল রাউটার ওয়াইফাই পাসওয়ার্ড। এই দুইটি সফটওয়্যার ওপেন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
মোবাইলের সাহায্যে ওয়াইফাই কানেকশন
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেটের সমস্যার জন্য অনেক সময় মোবাইল বা আপনার ব্যবহৃত ডিভাইসটি দায়ি। অনেক সময় দেখা যায় যে মোবাইলে ইন্টারনেট কানেকশনের জন্য পাসওয়ার্ড চাচ্ছে বা ওয়াইফাই কানেক্ট করার ক্ষেত্রে সিস্টেমটা আপনি জানেন না। ওয়াইফাই কানেক্ট করতে না পারলে তো ইন্টারনেট পাওয়া যাবে না।
সে ক্ষেত্রে অবশ্যই মোবাইল ওপেন করে ওয়াইফাই অপশনে যেতে হবে। এরপর আপনার ওয়াইফাইয়ের উপর চেপে ধরলে পাসওয়ার্ড জানতে চাবে। আপনার পাসওয়ার্ডটি দিবেন। তাহলেই ইন্টারনেট কানেক্টেড হয়ে যাবে। কিন্তু তবুও যদি ইন্টারনেট কানেকশন না দেখায় বা কানেকশনের সমস্যা দেখায়।
তাহলে বুঝতে হবে যে আপনার ইন্টারনেট ব্যবহারের মেয়াদ শেষ হয়ে গেছে। আপনাকে দ্রুত রিচার্জ করতে হবে। তাহলে ইন্টারনেট আবার কানেক্টেড পাবেন।
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট বিষয়ে কিছু প্রশ্ন
প্রশ্নঃ রাউটার রিসেট করলে কি ইন্টারনেট কানেকশন আবার ফিরে আসে?
উত্তরঃ অনেক সময় রাউটার সেট করলে ইন্টারনেট আবার ফিরে আসে। তবে সেক্ষেত্রে কনফিগার করতে হয়। তাই রিসেট দেওয়ার আগে কনফিগারেশন এর ব্যাকআপ রাখা জরুরী।
প্রশ্নঃ রিসেট করলে রাউটারের কি সমস্যা হয়?
উত্তরঃ রাউটার রিসেট করলে সব ধরনের সেটিংস ডিলিট হয়ে যায়।
প্রশ্নঃ রাউটার সঠিকভাবে রিসেট করার নিয়ম কি?
উত্তরঃ রিসেট করার ক্ষেত্রে রিসেট বাটনটি ১০ সেকেন্ড চেপে ধরতে হবে। এরপর বাতি বন্ধ হয়ে গেলে আবারও অন হওয়ার আগ পর্যন্ত চেপে রাখুন।
প্রশ্নঃ নো ইন্টারনেট দেখানোর কারণ রাউটারের কনফিগারেশনের সমস্যা কিনা তা কিভাবে বুঝব?
উত্তরঃ রাউটারের যে এডমিন প্যানেল রয়েছে তাতে লগইন করে ইন্টারনেট কানেকশনের টাইপ, আইপি অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি সংযোগ চেক করতে হবে। এই সব ধরনের কনফিগারেশন যদি সঠিক থাকে তবে কখনোই নো ইন্টারনেট দেখাবে না।
অ্যাপ দিয়ে ওয়াইফাই চালু করার নিয়ম
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট বিষয়ে আলোচনা করার সময় আমরা দেখেছি যে অনেক সময় পাসওয়ার্ড ঠিকমতো না দিলে বা পাসওয়ার্ড ভুল হলেও ইন্টারনেট কানেক্ট হবে না। এক্ষেত্রে অনেকে বিপদে পড়ে যান কারণ তার পাসওয়ার্ডটি মনে পড়ে না বা লেখা থাকে না। এমন ক্ষেত্রে খুব সহজ সমাধান অনেকগুলোই রয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যাপ এর ব্যবহার। বিশেষ কিছু অ্যাপ রয়েছে যেগুলো ব্যবহার করলে এবং রাউটারের সাথে সেট করা থাকলে পাসওয়ার্ড জানার প্রয়োজন পড়ে না। অটোমেটিক্যালি ওয়াইফাই কানেক্টেড হয়ে যায়। যার ফলে পাসওয়ার্ড ভুলে গেলেও কোন সমস্যা হয় না। এমন একটি অ্যাপ হচ্ছে ডাবলুপিএস।
এই অ্যাপের সাহায্যে আপনি পাসওয়ার্ড ছাড়াই রাউটার কানেক্ট করতে পারবেন। তবে এই ধরনের অ্যাপ ব্যবহার করলে কিছু ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। যার ফলে রাউটারের সমস্যা হতে পারে এবং ইন্টারনেট কানেকশনেও ঝামেলা হয়।
ওয়াইফাই কানেক্ট কিন্তু ইউটিউব চালু না হওয়ার কারণ
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টার্নট দেখানোর ফলে অনেকে বিভিন্ন ধরনের ব্রাউজার স্ক্রিমিং করতে পারেন না। এর ফলে দেখা যায় যে গুরুত্বপূর্ণ কাজই করা সম্ভব হয় না। এর মধ্যে দেখা যায় মাঝে মাঝে ইউটিউব চলে না। এমন সমস্যা দেখা দিলে প্রথমেই ব্রডব্যান্ডের লাইনটি চেক করতে হবে। অনেক সময়ে ইন্টারনেট ধীরগতিতে চললে ইউটিউব ওপেন হবে না।
আবার অনেক ক্ষেত্রে যদি ইন্টারনেট সিগনালে সমস্যা হয় তাহলেও ইউটিউব অন হতে ঝামেলা হবে। তাই ইউটিউব বা ঐরকম ধরনের অন্য ব্রাউজার ওপেন করার সময় সমস্যা হলে অবশ্যই আগে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা দেখতে হবে।
ওয়াইফাই মোবাইলে কানেক্ট না হওয়ার কারণ
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট অনেক সময় মোবাইলেও দেখা যায়। এ সময় আমরা খুবই বিরক্ত হই। কারণ আমাদের নিত্য দিনের প্রয়োজনেই যে কোন সময়ই মোবাইলে ইন্টারনেট ওপেন রাখতে হয়। তাই প্রয়োজনের সময় যদি মোবাইলে ইন্টারনেট কানেক্টেড না থাকে তবে সমাধান কি সেটা আমাদের জানা দরকার।
আমরা নেট কানেকশন সঠিকভাবে না থাকলে বিভিন্ন ধরনের সমাধান নিয়ে আলোচনা করেছি। এগুলো ছাড়াও কোন কোন ক্ষেত্রে নেটের স্পিড বন্ধ থাকলে বা কম থাকলে ইন্টারনেট কানেকশন সমস্যা হয়। তাই একটু ধৈর্য ধরে একটু পরে যদি নেট আবার রিসেট দিয়ে চালু করেন তবে ইন্টারনেট কানেকশন চলে আসবে।
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট বিষয়ে আরো কিছু প্রশ্ন
প্রশ্নঃ রাউটারের ফার্মওয়্যার আপডেট কি দরকার?
উত্তরঃ রাউটারের ফার্মওয়্যার আপডেট খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাউটার আপডেট এর জন্য অথবা নতুন প্রযুক্তির সাথে রাউটারকে খাপ খাওয়ানোর ক্ষেত্রে রাউটারে পারফরম্যান্স বৃদ্ধি করার প্রয়োজন পড়ে। এজন্যই এই আপডেটটি দেওয়া জরুরী।
প্রশ্নঃ রাউটার মাঝে মাঝে গরম হয় কেন?
উত্তরঃ রাউটারের অতিরিক্ত ব্যবহার, বায়ু চলাচলে সমস্যা বা হার্ডওয়ারের সমস্যা থাকলে গরম হয়ে যায়।
প্রশ্নঃ রাউটার সঠিকভাবে স্থাপন করার নিয়ম কি?
উত্তরঃ রাউটার একটি ওপেন স্থানে, উঁচু জায়গায় এবং বায়ু চলাচল সঠিকভাবে হবে। এমন স্থানে সেট করতে হবে।
প্রশ্নঃ ইন্টারনেট স্পিড এর প্রভাব কি রাউটারের উপর নির্ভর করে?
উত্তরঃ রাউটারের উপর ইন্টারনেট স্পিড এর প্রভাব নির্ভর করে। এ কারণে রাউটার পুরনো হয়ে গেলে এর মান কমে যায়। সঠিকভাবে ও পূর্ণাঙ্গ উপায়ে নেট কানেকশনে ব্যর্থ হয়। আবার সঠিকভাবে কনফিগারেশন এর অভাবে ও ইন্টারনেট স্পিড কম হয়।
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট এর সম্পর্কে লেখক এর মন্তব্য
ওয়াইফাই কানেক্ট কিন্তু নো ইন্টারনেট সম্পর্কে আমরা অনেক ধরনের সমাধান আজকে খুঁজে পেয়েছি। এছাড়া এই সমস্যাগুলো কেন ঘটে সে ব্যাপারে আমরা জানতে পেরেছি। প্রাথমিকভাবে ইন্টারনেট এক্সেস নাই কিন্তু সংযুক্ত অবস্থায় থাকলে অবশ্যই রিসেট দিয়ে দেখতে হবে যে কানেক্টেড হয়েছে কিনা।
যদি তাতে কোন সমাধান না হয় তবে পরবর্তীতে আমরা যে সমাধান গুলো দিয়েছি এগুলো প্রয়োগ করতে হবে। যেহেতু ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কাজের প্রয়োজনে ব্যবহৃত হয় ইন্টারনেট। এ কারণে ওয়াইফাই এর কানেকশনটি খুবই জরুরী। তাই কোন সমস্যা হলে সমস্যা ও সমাধান খুঁজে বের করা আমাদের কর্তব্য।
ফোকাস আইটি ইনস্টিটিউট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url