ফোকাস আইটি ইন্সটিটিউট এর কপিরাইট নীতি
Disclaimer
ফোকাস আইটি ইন্সটিটিউট এর কপিরাইট নীতি নিয়ে চলুন এবার আমরা একটু আলোচনা করি। ফোকাস আইটি ইনস্টিটিউট ব্লগে যেই বাংলা কনটেন্ট গুলা প্রকাশ করা হয় সে সমস্ত কনটেন্টের একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছে ফোকাস আইটি ইন্সটিটিউট নিজে।
- কেউ চাইলেই ফোকাস আইটি ইনস্টিটিউট এর কোন কন্টেন্ট এর অংশ বিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করতে পারবেন না। এখানে অংশবিশেষ বলতে কী বোঝাচ্ছি চলেন একটু বুঝিয়ে বলা যাক, মনে করেন আপনি ফোকাস আইটি ইনস্টিটিউট এর যে কোন একটি পোস্ট থেকে কোন ছবি কপি করেছেন অথবা কোন লিখা কপি করেছেন এই সামান্য জিনিসটুকু কপি করে অন্যত্র পাবলিশ করা যাবে না।
- ফোকাস আইটি ইন্সটিটিউটে যেই ব্লগ আর্টিকেলগুলা পাবলিশ করা হয় সেগুলো বিভিন্ন ব্লগ পড়ে বিভিন্ন ইংরেজি ব্লগ পড়ে সেগুলার ভাব অর্থ লিখা হয়। এমত অবস্থায় কোন লিখা অথবা কোন উক্তি আপনার পোষ্টের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যেতে পারে যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি সরাসরি ফোকাস আইটি ইনস্টিটিউটের এডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
- যদি কখনো ফোকাস আইটি ইনস্টিটিউটের কোন লেখা অথবা কোন ছবি কপি করে আপনার পোস্টে ব্যবহার করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে ব্যবহার করবেন কিন্তু ফোকাস আইটি ইনস্টিটিউটকে একটি DoFollow ক্রেডিট প্রদান করতে হবে।
- এছাড়াও মার্কেটে কিছু অসাধু আর্টিকেল রাইটার রয়েছে যারা বিভিন্ন উপায় অবলম্বন করে আপনার কনটেন্ট থেকে কিছু অংশ কপি করে ফোকাস আইডি ইন্সটিটিউটে পাবলিশ করতে পারে যদি এমনটা আপনি দেখতে পান এবং আপনি চান যে আপনার সেই পোষ্টের কোন অংশ অন্যত্র পাবলিশ না হোক এক্ষেত্রেও আপনি ওয়েবসাইট এডমিনের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন আশা করছি বোঝাতে পেরেছি।
ফোকাস আইটি ইনস্টিটিউট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url